খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

৩০নং ওয়ার্ডে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়

বিএনপি’র ১৬ বছর আন্দোলনের ফসল ৩৬ জুলাই : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ২৫ জুলাই ২০২৫


মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১-কে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্র“রা তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। মহান মুক্তিযুদ্ধে বিজয় ও ৩০ লাখ শহিদের স্বপ্ন, আদর্শ, চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্র“দের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
মহানগরীর ৩০নং ওয়ার্ডের বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, ৫ আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর দেশের অতীত ইতিহাস মুছে ফেলার চক্রান্ত হয়েছে। বলা হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আসলে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। প্রকৃত স্বাধীনতা আমরা ’৭১ সালেই অর্জন করেছি। মূলত ’৭১-এর পরাজিত শত্র“রাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে ফায়দা হাসিলের চেষ্টা করছে। ’৭১ আর ’২৪ এক বিষয় নয়। বরং এসব বলে মুক্তিযুদ্ধের সময় নিহত লাখো শহিদ এবং যাদের সম্ভ্রমহানি হয়েছে তাদের অসম্মান করা হয়েছে। 
মীর কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ’৭১-সালের পরাজিত শক্তিরা বলছেন জুলাই বিপ্লব তারাই করেছেন। আর কেউ ছিল না।  দেশের মানুষ জানেন কারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি’র ১৬ বছরের আন্দোলনের ফসল ৩৬ জুলাই। ৩৬ জুলাই-এ বিএনপি ও ছাত্রদল মুখ্য ভূমিকা রেখেছিল। আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লুটতে একটি বিশেষ দল নানাভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা কথিত জান্নাতের টিকিট বিলি করে বেড়াচ্ছে, অথচ স্বাধীনতা যুদ্ধের সময় এই দল ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী। তিনি আরও বলেন, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ। দেশের জনগণ এখন সচেতন-তারা বুঝে ফেলেছে কে প্রকৃত দেশপ্রেমিক, আর কে ধর্মের মুখোশ পরে রাজনৈতিক ব্যবসা করে। তারা নিজেদের ‘বিপ্লবী’ রূপে উপস্থাপন করতে চায়, কিন্তু তাদের অতীত ইতিহাস আজও জাতির কাছে প্রশ্নবিদ্ধ। যারা কোরআন-হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তাদের ব্যাপারে আল­াহ তায়ালা কুরআনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, রেহেনা ঈসা, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল­া ফরিদ আহমেদ, আমিন হোসেন, সওগাতুল ইসলাম সগীর, ভারপ্রাপ্ত কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোল­া মারুফ রশিদ, মাস্টার মজিবর রহমান প্রমুখ। 
হাজী ফয়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা : বৃহস্পতিবার দুপুরে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। তিনি বলেন শিক্ষা-স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি-শিল্প-সংস্কৃতিতে বাংলাদেশের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরার এখনই সময়। পুরো জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে আমাদের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগে ঠিক করতে হবে। সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখা পথে তারেক রহমান অনুসৃত ৩১ দফাই হতে পারে মূল নিয়ামক। আগামীতে দেশ গঠনের সুযোগ পেলে শিক্ষাখাতে সেই পথেই হাঁটবে বিএনপি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশনেতা। শিক্ষার্থীরা যেন নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে আমরা সবসময় শিক্ষাবান্ধব ও উৎসাহমূলক কার্যক্রম পরিচালনা করছি। আমরা বিশ্ব দরবারসহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশের জয় দেখতে চাই। আর এ জয় আসবে আমাদের তরুণদের হাত ধরে। তরুণরা তাদের মেধা, সততা, পরিশ্রম দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য প্রত্যেক তরুণকেই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে, তাদের মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে জয়ী হবে।
হাজী ফয়েজ উদ্দিন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলে নিহত কোমলমতি শিশু ও বিমান পাইলটের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন সাজ্জাদ আহসান পরাগ, শওকত আলী লাবু বিশ্বাস, প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী, সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ