খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পরে পুকুর থেকে হামলাকারীর লাশ উদ্ধার

খবর প্রতিবেদন |
০৫:২০ পি.এম | ২৫ জুলাই ২০২৫


গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের অস্ত্র (রাইফেল) ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে থানার ভেতরে ঢুকে ওই যুবক ডিউটিতে থাকা কনস্টেবল সেরাজুল ইসলামের ঘাড়ে ঝুলন্ত রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে এসআই মহসিন আলীকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এরপর দৌড়ে পালিয়ে থানার পাশের বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করলেও যুবকের সন্ধান পায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের চারজনের একটি ডুবুরি দল এসে আজ সকালে পুকুরের কচুরিপানার ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রতন চন্দ্র শর্মা জানান, রাতে খবর পাওয়ার পর আমরা যুবককে খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু আমাদের ডুবুরি দল না থাকায় রাতে উদ্ধার অভিযান চালাতে পারিনি। আজ সকাল ৮টার দিকে রংপুর থেকে চারজনের একটি ডুবুরি দল এসে পুকুরের কচুরিপানার ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার এস আই মশিউর রহমান বলেন, ‘কি কারণে যুবক এমন আত্মঘাতী কাজ করলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তার পড়নের পকেট থেকে উদ্ধার করা গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রবেশপত্র থেকে পরিচয় জানা গেছে। তার নাম সিজু মিয়া। তিনি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও বলেন, গতকাল রাতে ২৫ থেকে ৩০ বছর বয়সী শার্ট-প্যান্ট পরিহিত দাড়িওয়ালা এক যুবক থানার ভেতরে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি কনস্টেবল সেরাজুল ইসলামের রাইফেল ছিনিয়ে নিতে যান। বাঁধা দিতে গেলে এসআই মহসিন দাড়িওয়ালা ছুরিকাঘাত করে পালিয়ে যান এবং পরে পুকুরে ঝাঁপ দেন। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

্রিন্ট

আরও সংবদ