খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

শিল্পী আবিদ জুলাই স্মরণানুষ্ঠান আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ২৬ জুলাই ২০২৫


ক্লোজ আপ ওয়ান তারকা,নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার বাপী-এর জন্ম ১৮ জুলাই ১৯৮৬ সাল এবং ২০১১ সালের ২৯ জুলাই এই ক্ষণজন্মা শিল্পীর কক্সবাজার সমুদ্র সৈকতে সলিল সমাধিতে প্রয়াণ ঘটে। সেই থেকে শিল্পী আবিদ স্মৃতি পরিষদ প্রতি জুলাই মাসে শিল্পী স্মরণে ‘শিল্পী আবিদ জুলাই স্মরণানুষ্ঠান’-এর আয়োজন করে আসছে। আজ (শনিবার) শিল্পী স্মরণে জুলাই স্মরণানুষ্ঠান-২০২৫ সকাল ১০ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হচ্ছে। 
অতিথি থাকবেন নাট্যজন খায়রুল আলম সবুজ, প্রফেসর সাধন ঘোষ, প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও শিল্পী আবু আফফান রোজ বাবু। স্মরণানুষ্ঠানে স্মারক বক্তৃতা, স্মৃতিচারণ ও শিল্পীকে নিবেদিত সাংস্কৃতিক  পরিবেশনা।

্রিন্ট

আরও সংবদ