খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

বেনাপোলে ১০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ২৬ জুলাই ২০২৫


যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বটতলার পাকা রাস্তার উপর উপর অভিযান চালিয়ে ভারতীয় সুপার ভাইডালিসতা  নামক ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা। শুক্রবার বিকেলে ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের বিশেষ টহলদল উক্ত ট্যাবলেটের চালানটি আটক করে। যার সিজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার হাজার টাকা।
বিজিবি জানায় আমাদের কাছে গোপন সংবাদ আসে চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান এনে বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করেছে। অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল­াহ সিদ্দিকী এবং উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল বিওপির হাবিলদার মোঃ মামুনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড় আঁচড়ার বটতলা পাকা রাস্তার উপর উপর অভিযান চালিয়ে ভারতীয় এ যৌন উত্তেজক ট্যাবলেটের চালান উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল­াহ সিদ্দিকী যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চালানটি বাজেয়াপ্ত করার নিমিত্তে ব্যাটালিয়নে জমা করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ