খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

খালিশপুর, ফুলতলা ও অভয়নগরে মতবিনিময় ও গণসংযোগ

নতুন বন্দোবস্ত ও পাটকলসহ শিল্প কারখানা চালুর দাবিতে ২৮ জুলাই পদযাত্রা সফল করতে আহবান সোহেলের

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ২৬ জুলাই ২০২৫


জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং বন্ধকৃত সকল রাষ্ট্রীয় পাটকল-নিউজপ্রিন্ট-হার্ডবোর্ড মিলসহ খুলনার শিল্প কলকারখানা চালুর দাবিতে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে আগামী ২৮জুলাই (সোমবার) জুলাই পদযাত্রা ও সমাবেশ সফলের লক্ষ্যে গত বৃহস্পতিবার ও শুক্রবার ২দিনব্যাপী খুলনা মহানগরের খালিশপুর, ফুলতলা উপজেলা ও যশোরের অভয়নগরে মতবিনিময়, কর্মীসভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। খালিশপুর ও ফুলতলা উপজেলার মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। 
খালিশপুরের মতবিনিময় সভায় বক্তৃতা করেন গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহবায়ক মোশারেফ হোসেন, খালিশপুর জুট মিলের শ্রমিক নেতা ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মনি, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন, স্টার জুটমিলের শ্রমিক নেতা আলমগীর হোসেন, প্লাটিনাম জুটমিলের শ্রমিক নেতা মোঃ নূরুল ইসলাম, নূর আলম, হার্ডবোর্ড মিলের শ্রমিক নেতা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। 
ফুলতলা উপজেলার সভায় বক্তৃতা করেন উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখ, অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম, সদস্য সচিব সামস সারফিন সামন, ফুলতলা উপজেলা সদস্য নাদিরা খাতুন, মফিজুর রহমান প্রমুখ। 
অভয়নগরের  মতবিনিময় সভায় বক্তৃতা করেন, গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম, সদস্য সচিব সামস সারফিন সামন, যুগ্ম-আহবায়ক মোঃ জহুরুল সরদার, নাইম উদ্দিন, সাকিব ইসলাম, মোঃ আনিস, নাহিদ, রুবেল প্রমুখ।
মতবিনিময় ও কর্মীসভায় মুনীর চৌধুরী সোহেল বলেন, ২০২০ সালের ২ জুলাই বাংলাদেশে বিগত আওয়ামী শাসকের কালো থাবা পড়ে রাষ্ট্রীয় পাটকলগুলোর ওপর। সে সময় খুলনা অঞ্চলের ৯টিসহ সারাদেশে মাত্র  ২৬টি পাটকল চালু ছিলো। অবৈধ সরকারকে চিরস্থায়ী করার জন্য দেশি-বিদেশি শক্তিকে তুষ্ট করার জন্য শেখ হাসিনা একযোগে ২৬টি পাটকল বন্ধ করে দেন। দীর্ঘ ৫ বছর হলো রাষ্ট্রীয় ভাবে পাটকলগুলো বন্ধ রয়েছে। ৩ মাসের মধ্যে বন্ধকৃত ২৬টি পাটকল  রাষ্ট্রীয় ভাবে চালু ও আধুনিকায়ন করার প্রতিশ্র“তি থাকলেও সেটা পরবর্তীতে আর কার্যকর হয় নি। 
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় লুটপাটতন্ত্র চলমান থাকায় শ্রমিকদের জীবনমানের কোনো পরিবর্তন ঘটছে না। দেশের বিদ্যমান পরিস্থিি পরিবর্তনের জন্য দরকার রাষ্ট্রের নতুন বন্দোবস্ত, দরকার অর্থনৈতিক পুনর্গঠনের। তিনি এলক্ষ্য বাস্তবায়নের জন্য আগামী ২৮ জুলাই পদযাত্রা ও সমাবেশ সফলে শ্রমিকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহŸান জানান।
 

্রিন্ট

আরও সংবদ