খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
০৪:৩৫ পি.এম | ২৬ জুলাই ২০২৫


নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১ টার দিকে  ঘটনা ঘটে।  শিশু নাঈম শেখ ঈশানগাতি পূর্বপাড়ার কৃষক জাকির শেখের ছেলে। নাঈম স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী  ছিল।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নাঈম শেখ রাতের খাবার খেয়ে তার মায়ের সঙ্গে ঘরের বিছানায় ঘুমিয়ে যায়। রাত ১১ টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বিষয়টি তার মা বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যদের ডাক দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রাত ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১ টার দিকে সে মারা যায়।

এদিকে মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

্রিন্ট

আরও সংবদ