খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলে ম্যানার্স ইউনিটাস এফসি খুলনা সেমিতে

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৮ এ.এম | ২৭ জুলাই ২০২৫


রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয় (৪-২) শামসুর রহমান স্মৃতি ফুটবল একাডেমিকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। প্রথমার্ধে (৩-০) গোলে ম্যানার্স ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকে। ম্যানার্স ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপ্লব (জার্সি-১৩) পর পর তিনটি গোল করে টুর্নামেন্টে প্রথম হ্যাট্রিক করেন। দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের সুকৃৃতি একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে শামসুর রহমান স্মৃতি ফুটবল একাডেমির হিরো (৪) ও ইসহাক (৮) একটি করে গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনেন। 
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় নৈহাটী স্পোটিং ক্লাবের উদ্যোগে ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক পরিচালনায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি সুমন রাজু, আলী আকবর, রোমেল বায়জিদ ও চতুর্থ রেফারি জামাল মোল­া। খেলার ধারা বিবরণীতে ছিলেন মুক্তাহিদুর রহমান মুক্ত। 
এর আগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য বাবু মোল­া। খেলার উদ্বোধন ঘোষণা করেন সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মইনুল ইসলাম টুটুল। শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ। নৈহাটী স্পোর্টিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজামান প্রিন্সের পরিচালনায় সভাপতিত্ব বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইকরাম বিশ্বাস প্রমুখ। 
আজকের খেলা (২৭ জুলাই) : খুলনা এসবি আলী একাডেমি, মনি ফুটবল একাডেমির মুখোমুখি হবে। 
 

্রিন্ট

আরও সংবদ