খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

ভারতীয় কোচ হতে জাভি ও গার্দিওলার আবেদন ভুয়া

ক্রীড়া প্রতিবেদক |
০২:০৬ পি.এম | ২৭ জুলাই ২০২৫


অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য বিশ্বখ্যাত স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে জমা পড়া আবেদনপত্রগুলো সম্পূর্ণ ভুয়া। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন স্পষ্ট করে জানায়, এই আবেদনগুলোর কোনো সত্যতা নেই এবং এগুলো যাচাই-বাছাইয়ে মিথ্যা প্রমাণিত হয়েছে।

এআইএফএফের বিবৃতিতে বলা হয়, আমরা একটি ইমেইল পেয়েছিলাম, যেখানে পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের পক্ষ থেকে আবেদন জমা দেওয়ার দাবি করা হয়। কিন্তু যাচাই করার পর দেখা গেছে, এই আবেদনগুলো জাল এবং এর কোনো ভিত্তি নেই।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, সাবেক বার্সেলোনা কোচ জাভির নাম আবেদনকারীদের তালিকায় ছিল। তবে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির এক সদস্য জানান, জাভিকে নিয়োগের খরচ অত্যন্ত বেশি হওয়ায় তাঁর নাম বিবেচনা করা হয়নি।

উল্লেখ্য, গত বছর জুনে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে বরখাস্ত করা হয়। এরপর স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এই মাসে তিনি কোচের পদ ছেড়ে আইএসএল ক্লাব এফসি গোয়ার দায়িত্বে ফিরে যান। ফলে এআইএফএফ আবারও নতুন প্রধান কোচের খোঁজে রয়েছে।

ফেডারেশন জানিয়েছে, তারা মোট ১৭০টি আবেদন পর্যালোচনা করে মাত্র তিনজনকে চূড়ান্ত তালিকায় রেখেছে। এখন এই তিনজনের ওপরই নজর রাখছে কর্তৃপক্ষ। 

্রিন্ট

আরও সংবদ