খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

অশ্লীলতা ছড়ানোর অভিযোগ

‘উল্লু’-আল্ট বালাজীসহ একাধিক ওটিটি প্লাটফর্ম নিষিদ্ধ করল ভারত

খবর প্রতিবেদন |
০৪:৫২ পি.এম | ২৭ জুলাই ২০২৫


অশ্লীলতা ছড়ানোর অভিযোগে উল্লুসহ বেশ কয়েকটি ওটিটি প্লাটফর্মের পাবলিক এক্সেস নিষিদ্ধ করেছে ভারত। বার্তাসংস্থা এএনআই শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নিষিদ্ধ প্লাটফর্মে উল্লু ছাড়াও এএলটিটি এবং দেশিফ্লিক্সের মতো পরিচিত সংস্থাগুলো রয়েছে। এগুলোর বিরুদ্ধে ভারতের বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

যারমধ্যে ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭এ, ২০২৩ সালের নয়া সংহিতার ২৯৪ এবং ১৯৮৬ সালের নারীর অশালীন প্রতিনিধিত্ব (প্রতিরোধ) আইনের ধারা ৪ লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-নারী ও শিশু মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই প্লাটফর্মগুলো নিষিদ্ধ করেছে।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিষিদ্ধ করা প্লাটফর্মগুলোর অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করে দিতে ইন্টারনেট সেবা দাতাতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

নারী ও শিশুদের জন্য যেসব কনটেন্ট ক্ষতিকর সেগুলো যেন ছড়িয়ে না পড়ে তার অংশ হিসেবে ভারত সরকার নতুন করে অন্তত ১৪টি অ্যাপ এবং ২৬টি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে।
সূত্র: এএনআই

্রিন্ট

আরও সংবদ