খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট

এসবিআলী ফুটবল একাডেমি সেমিফাইনালে

রূপসা প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ২৮ জুলাই ২০২৫


রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে খুলনা এসবিআলী ফুটবল একাডেমি বনাম মনির ফুটবল একাডেমি বাগেরহাট মুখোমুখি হয়। বাগেরহাট মনির ফুটবল একাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে এসবি আলী ফুটবল একাডেমি খুলনা তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উন্নীত। 
খেলার প্রথমার্ধে এক মিনিটের মাথায় মনির ফুটবল একাডেমির ২০ নাম্বার খেলোয়াড় রিয়াজ প্রথম গোল করে। খেলার ছয় মিনিটের সময় এসবিআলী ফুটবল একাডেমির ১৭ নাম্বার খেলোয়াড় রবিউলের গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে। খেলার ১৪ মিনিটের সময় মনির ফুটবল একাডেমির ১৭ নাম্বার খেলোয়াড়  তানভীরের গোলে মনির ফুটবল একাডেমি ২-১ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এসবি আলী ফুটবল একের পর এক আক্রমণ করলে প্রতিপক্ষের রক্ষণভাক ভেঙে পড়ে। এই সুযোগে এসবিআলী ফুটবল একাডেমির ১৭ নাম্বার খেলোয়াড় রবিউল আরো দু’টি গোল করে আজকের খেলায় হ্যাটট্রিক করে। তার দল এসবি আলী ফুটবল একাডেমির সেমিফাইনাল নিশ্চিত করে। 
রোববার বিকালে সাড়ে ৪টায় নৈহাটি স্পোটিং ক্লাবের সহযোগিতায় ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক পৃষ্ঠপোষকতায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ নাজমুল ইসলাম, জাকির হোসেন, তকদির হোসেন এবং জামাল মোল­া। 
এর আগে বিকেল সাড়ে ৪টায় খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, খেলার উদ্বোধন ঘোষণা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত¡াধিকারী ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল। শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ। সভাপতিত্ব করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ন্ডলীর সদস্য মোঃ শরিফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন নেহাটি স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আবু মুসা শেখ, ক্রীড়ানুরাগী আসাদ শেখ  প্রমুখ। 
খেলা ধারাভাষ্য করেন এড. প্রজেশ রায়। চতুর্থ কোয়ার্টার ফাইনালে সোমবার বিকাল সাড়ে ৪টায় রূপক ফুটবল একাডেমি বনাম আসাদ ফুটবল একাডেমি পাইকগাছার মুখোমুখি হবে।

 

্রিন্ট

আরও সংবদ