খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে থাকবে পাসপোর্ট নম্বর

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ২৮ জুলাই ২০২৫


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে তাঁদের পাসপোর্ট নম্বর উলে­খ করতে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার সব মন্ত্রণালয়ের সচিবদের এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু তাঁদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর পাসপোর্ট নম্বর উলে­খ করা হচ্ছে না।
সরকারি প্রজ্ঞাপনে পাসপোর্ট নম্বর উলে­খ না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায় না। তাই এখন থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট নম্বর উলে­খ করতে হবে।

্রিন্ট

আরও সংবদ