খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

মারধর ও হুমকির অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৫ পি.এম | ২৮ জুলাই ২০২৫


জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২৭ জুলাই রাতে মিরপুর ১ নম্বর এলাকায় সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাদী সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নেন এবং সেখানে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। সেই সঙ্গে ভয়ভীতি ও হুমকিও দেন। ঘটনার পরপরই সৌরভ মিরপুর মডেল থানায় জিডি করেন। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভ আগে বন্ধু ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত ছিলাম, কারও সঙ্গে কোনো মারামারি করিনি। তারা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

পাল্টা অভিযোগে তাসকিন বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজন আছে, ওরা তাকে মারধর করেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেছিলাম। এরপর পুলিশ গিয়ে তাদের খুঁজেছে। সেই কারণেই হয়তো ওরা আমার বিরুদ্ধে জিডি করেছে।’

ঘটনার পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তাসকিন আরও বলেন, “সৌরভের খালা আমার বাবাকে ফোন করে অভিযোগ জানায়, অথচ আমার বাবা কিছুই জানত না। তখন তিনি শুধু বলেন, ‘ছোটবেলার বন্ধু, একসাথে মিলেমিশে থাকা উচিত।’ গত কয়েক মাস ধরে ওদের সঙ্গে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই হয়তো এমন করেছে।”

এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়ায় সকালে খবরটি দেখেছি। আমাদের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি দেখছেন। তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনা সত্য হয়, তবে সেটি অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না।’

্রিন্ট

আরও সংবদ