খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

কাশ্মীরে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ডকে হত্যার দাবি ভারতের

খবর প্রতিবেদন |
০২:০৪ এ.এম | ২৯ জুলাই ২০২৫


ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে পর্যটকদের ওপর হামলার মাস্টারমাইন্ড এক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার শ্রীনগরের কাছে এক অভিযানে তিনজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী, যাদের মধ্যে দু’জন পাহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিল। 
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন মহাদেব’ নামে এই অভিযানে নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সুলেমান শাহ, তাকে গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ সুলেমান পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, যিনি হাশিম মুসা নামেও পরিচিত ছিলেন। পহেলগামে সন্ত্রাসী হামলার পর জম্মু-কাশ্মীর পুলিশ সুলেমানের তথ্য প্রদানকারীকে ২০ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। 
এনডিটিভি আরও জানিয়েছে, সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এই যৌথ অভিযানে নিহত অন্য দুই জনের নাম-আবু হামজা এবং ইয়াসির। এর মধ্যে ইয়াসির পহেলগামের হামলায় অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়, ‘নিরাপত্তা বাহিনী লিদওয়াসে অপারেশন মহাদেব শুরু করেছে। তীব্র গুলিবিনিময়ের মধ্যে তিনজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্রে বৈসারান ভ্যালীতে বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ২৬ পর্যটক নিহত হন। এর মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং এর জেরেই গত মে মাসে সংঘাতে জড়ায় দুই দেশ। 

্রিন্ট

আরও সংবদ