খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রায়েরমহল ডিগ্রি কলেজে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ৩০ জুলাই ২০২৫


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, লড়াই করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বক্তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার আগামীর বাংলাদেশে একটি ভয়হীন পরিবেশ তৈরি করবে। কোনো স্বৈরশাসক, কোনো দুর্বৃত্ত মানুষকে এভাবে হত্যার দুঃসাহস দেখাবে না। কাউকে গুম করার দুঃসাহস দেখাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো গোয়েন্দাবাহিনী তৈরি করবে না, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে আর গায়েব করতে সাহস পাবেনা। এজন্য অবিলম্বে গণহত্যা বিচার করার দাবি জানান। 
মঙ্গলবার খুলনার রায়েরমহল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে কলেজ মিলয়াতনে মঙ্গলবার বেলা ১১টায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খান রোখসানা পারভীনের সভাপতিত্বে ও অধ্যাপিকা শরিফা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক মানবজমিনর খুলনা ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলাম। বিশেষ অতিথির ছিলেন রায়েরমহল ডিগ্রির কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী, পরিচালনা পর্ষদ সদস্য ও জজ কোর্টের এপিপি এড. নিগার সুলতানা ও পরিচালনা পর্ষদ সদস্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শহীদুজ্জামান বাবলু। 
অন্যান্যের মধ্য বক্তৃতা করেন পরিচালনা পর্ষদ সদস্য আমিনুুল ইসলাম বাবু, আনিসুর রহমান টুটুল, কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শেখ শামসুদ্দিন দোহা, শেখ আরিফ হাসান, অধ্যাপিকা নাদিরা খাতুন, অধ্যাপিকা পাপিয়া সুলতানা, অধ্যাপক আহসান হাবিব,অধ্যাপক আতাউর রহমান,অধ্যাপক শাহিনুল ইসলাম, অধ্যাপক জাফর সাদীক আনসারী প্রমুখ। আলোচনা শেষে জুলাই-আগস্ট শহিদ ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।  

্রিন্ট

আরও সংবদ