খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

তালায় একই দিনে দুই ব্যক্তির আত্মহত্যা

তালা প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ৩০ জুলাই ২০২৫


তালার পল­ীতে একইদিনে দুই ব্যক্তি পৃথক স্থানে গলায় রশি দিয়ে  আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ঘটনাগুলো ঘটে উপজেলার সুজনশাহ ও কলাগাছি গ্রামে।
জানা গেছে, তালার সুজনশাহ গ্রামের মৃত আব্দুল মালেক শেখ ছেলে আব্দুল মান্নান শেখ (৬০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায়, তার ছেলে দুপুরে বাড়ি ফিরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
অপর দিকে উপজেলার খেশরা কলাগাছি গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল (৫৫) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিকেল ৩টার দিকে তিনি বাড়ির বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে তার চিকিৎসার বিষয়ে চাপে ছিল। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণ রয়েছে।

্রিন্ট

আরও সংবদ