খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার ছাড়ালো, প্রাণহানি ৩৭ জনের

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ৩০ জুলাই ২০২৫


চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত ১০,০২০ রোগী হাসপাতালে ভর্তি, একদিনে (গত ২৪ ঘণ্টা) ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন ডেঙ্গু রোগী। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত  হয়ে ১০ হাজার ২০ রোগী হাসপাতালে ভর্তি। এ মাসে মৃত্যুবরণ করেছে ৩৭  জন। জুন মাসে আক্রান্ত ছিল  ৫ হাজার ৯৪১ জন এবং মৃত্যু ১৯ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬০ জন, খুলনায় ২৬ জন,  রাজশাহী বিভাগে ৩৮ জন,  ময়মনসিংহে ১ জন,  রংপুর ৫ জন জন ডেঙ্গু রোগী রয়েছেন। 
গত ২৪ ঘণ্টায় ৩৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১৮ হাজার ৯৫১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৭৯ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত সব মিলিয়ে ২০ হাজার ৩১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৭ শতাংশ এবং নারী ৪১ দশমিক ৩ শতাংশ। উলে­খ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
 

্রিন্ট

আরও সংবদ