খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

পাইকগাছায় পাগলী হলো কন্যা সন্তানের মা, পিতা হলো না কেউ

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা |
০১:৫৬ এ.এম | ৩০ জুলাই ২০২৫


পাগলী হল মা পিতা হলো না কেউ। পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা (পাগলী) পিতার পরিচয় ছাড়াই একটি কন্যা সন্তানের মা হয়েছেন। বতর্মানে মা ও কন্যা উভয়ে সুস্থ আছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। মানুষ রুপি পশুদের লালসার শিকারে ভারসাম্যহীন এক পাগলী হয়ে পড়ে অন্তঃসত্ত¡া।
কোথা থেকে কতদিন সে এই এলাকায় এসেছে সেটা কেউ জানে না। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে সামনে মেইন সড়কে। কোন ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই  সন্তান প্রসব করে পাগলিটা। রাস্তার উপর ফুটফুটে ২.১ কেজি ওজনের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। 
গ্রাম ডাক্তার আব্দুল হালিম জানান, তিনি কলকাতা থেকে পাইকগাছা যাচ্ছিলেন পথিমধ্যে প্রাণিসম্পদ হাসপাতালের পাশে পাইকগাছা মেইন সড়কে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করে এক অজ্ঞাতনামা পাগলি। তখন তিনি নিজেই বাচ্চা এবং মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভিন জানান, হাসপাতালে জরুরি বিভাগে এক প্রসূতি মা আসেন। দেখেন তার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে কিন্তু ফুল আটকানো আছে। তখন দ্রুত তাকে হাসপাতালের লিবার ওটিতে নিয়ে বাচ্চাকে ফুলের নাড়ি থেকে আলাদা করা হয় এবং ফুল বের করে দেওয়া হয়। বর্তমানে ওই প্রসূতি ও তার সন্তান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত¡াবধানে রয়েছেন। মা ও বাচ্চা সকলেই সুস্থ এবং নিরাপদে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, সকালের দিকে ভারসাম্যহীন এক মহিলা ডেলিভারি বিষয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা সব কিছু সঠিকভাবে ব্যবস্থাপনা করি এবং আমি নিজে গিয়ে পরিদর্শন করে এসেছি, মা ও বাচ্চা দু’জনেই সুস্থ আছে। 
এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মানসিক ভারসাম্যহীন মা ও জন্ম নেওয়া কন্যা শিশুকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মায়েরা নাজনীন ।
এ সময় তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কি-না। আর সেটা সম্ভব না হলে সরকারি ভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

্রিন্ট

আরও সংবদ