খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, হানা দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি

খবর প্রতিবেদন |
০১:৩৭ পি.এম | ৩০ জুলাই ২০২৫


রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি।

এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “আজকের ভূমিকম্প ও সুনামির ঘটনায় উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।”

প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গভর্নর লিমারেঙ্কো বলছেন, “বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানে থাকবেন”। তিনি আরও জানান, জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং এর সব কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা ড্রোনে ধারণ করা প্লাবিত উপকূলীয় এলাকার ভিডিও প্রকাশ করেছে। ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের পর কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দ্বীপপুঞ্জের বিভিন্ন বসতিতে কর্তৃপক্ষ উপকূলীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্কতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। জরুরি পরিষেবাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

্রিন্ট

আরও সংবদ