খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

ফকিরহাটে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মুদি দোকানদার গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি |
০৫:০১ পি.এম | ৩০ জুলাই ২০২৫


ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকন্যকে যৌন নিপীড়নের অভিযোগে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে তাকে উপজেলার পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মুদি দোকানদার মোঃ আফজাল শেখ (৬০) উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সাখাওয়াত হোসেন ওরফে সাকা শেখের ছেলে।

পুলিশ ও ওই শিশুর পরিবার জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শিশুটি পাশের বাড়ি অন্য এক শিশুর সাথে খেলা করছিল। শিশুটি বাড়িতে ফিরতে দেরী হওয়ায় তার মা তাকে খুজতে বের হন।

শিশুটির মা ওই মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের ভিতরে মেয়ের চিৎকার শুনতে পান। তখন দ্রæত দোকানের ভিতর থেকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। তখন শিশুটির কাছে বিষয়টি জানতে চাইলে শিশুটি জানায় বাড়ি ফেরার পথে ওই দোকনদার আফজাল শেখ তাকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতর নিয়ে যান। এরপর শিশুটির বুকে, মুখে ও শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।  

এ ঘটনায় ওই শিশুর পিতা নিজ বাদী হয়ে মুদি দোকানদার মোঃ আফজাল শেখের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ৫ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা করেছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ধারায় একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোঃ আফজাল শেখকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ