খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

মাইক্রো ওয়াটারসেড পরিদর্শনে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি

নিজস্ব প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ৩১ জুলাই ২০২৫


সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বুধবার সকালে ডুমুরিয়া উপজেলার শরাফপুর কাইনমারা ও হাজিবুনিয়া ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারসেড পরিদর্শন করেন। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলমের নেতৃত্বে দেন।
টিমের অন্যান্য সদস্যরা হলেন খুলনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, জেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, খুলনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সামচুজ্জামান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. এস এম ফেরদৌস উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, সলিডারিডাড এর প্রোগ্রাম অফিসার সুব্রত রায়, উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার শুকলা মন্ডল প্রমুখ।
উলে­¬খ্য, নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে বৃহত্তর খুলনায় পুনঃখননকৃত মাইক্রো ওয়াটারসেড খননের সংখ্যা ৪৬টি। যার মধ্যে ডুমুরিয়া উপজেলায় ১৩টি। ঘুরুনিয়া খাল খননে ব্যয় হয়েছে ১৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা আর কাইনমারা খাল খননে ব্যয় হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

্রিন্ট

আরও সংবদ