খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে দু’দিনে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ৩১ জুলাই ২০২৫


সাতক্ষীরায় বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযানে গত দু’দিনে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে। মঙ্গলবার ও বুধবার সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর, হিজলদী, চান্দুড়িয়া, কুশখালী বিওপি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৮৫ বোতল ভারতীয় মদ, শাড়ি, বোরকা, ওষুধ, ক্রিম ইত্যাদি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া হতে ১০ বোতল ভারতীয় মদ, তলুইগাছা বিওপির অভিযানে তেঁতুলবাড়ি হতে ২০ বোতল মদ, কুশখালী বিওপির অভিযানে শ্মশান ঘাট হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করে। ব্যাটালিয়ন সদরের অভিযানে চান্দা আমবাগান হতে ১ লাখ ২০ হাজার ৪০০ টাকার ভারতীয় বিভিন্ন ক্রিম আটক করে। সুলতানপুর বিওপির অভিযানে তালসারি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির আভিযানে মুজুরদারের খাল ও কেড়াগাছি মোড় হতে ২ লাখ ৮১ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। এছাড়া ভোমরা বিওপির আভিযানে ঘোষপাড়া হতে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপির আভিযানে মন্দির রোড হতে ২৮ হাজার টাকার ভারতীয় বোরকা সহ ৫ লাখ ৮৬ হাজার ৯০০ টাকার বিভিন্ন পণ্য আটক করে।
এদিকে মঙ্গলবার বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ১৫১ বোতল ভারতীয় মদসহ ৩ লাখ ২ হাজার টাকার ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধসহ ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার মালামাল আটক করে। বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উলে­খযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ