খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইল প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ৩১ জুলাই ২০২৫


নড়াইলের লোহাগড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-কালনা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়ার কালনা আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলের চালক মোঃ মোস্তাফিজুর রহমান (৫০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে সিএনজি স্টেশনের ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কালিয়ার বাবরা-হাচলা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে লোহাগড়ার কালনা আমতলা নামক স্থানে  পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে মোস্তাফিজুর সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক মোস্তাফিজুরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ