খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

কয়রায় কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

কয়রা প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ৩১ জুলাই ২০২৫


কয়রায় আংটিহারা কোস্ট গার্ড ও বজবজা বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাতাখালী গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এই মাংস জব্দ করা হয়। তবে অভিযানের খবর জানতে পেরে চোরকারবারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। 
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান জব্দকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ  ব্যবস্থা গ্রহনের জন্য কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ বজবজা বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে বন্য প্রানী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ