খুলনা | বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২

গণঅভ্যুত্থান দিবস উদযাপনের র‌্যালিতে কেসিসি প্রশাসক

বৈষম্যহীন দেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ৩১ জুলাই ২০২৫


আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, মৃত্যুভয় উপেক্ষা করে যে আশা-আকাক্সক্ষা নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের সে প্রত্যাশা পূরণ করতে হবে।  
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকালে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার নগরীর জিয়া হল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। 
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের এ আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন একটি দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। আজকের এ আয়োজন বার বার আমাদের সেই সুযোগের কথা স্মরণ করিয়ে দিবে। 
খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ মোঃ আজিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
অনুষ্ঠান পরিচালনা করেন র‌্যালি আয়োজক উপ-কমিটির আহবায়ক কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম। মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল­াহ, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, এনসিপি’র মহানগর সংগঠক আহমেদ হামীম রাহাত, মহানগর গণসংহতির সমন্বয়ক সোহেল মুনির, ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম ইমন ও মোঃ নাঈম ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জাামান, বৃহত্তর আমরা খুলনাবাসীর মোঃ নাসির উদ্দন ও মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। 

্রিন্ট

আরও সংবদ