খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র ছোট ভাইয়ের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র ছোট ভাই মনিরুল ইসলাম বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে স্টোকজনিত কারণে হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬১ বছর। তিনি একজন নিরঅহঙ্কার ও সদালাপী মানুষ ছিলেন। তিনি এক পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। 
বৃহস্পতিবার বাদ যোহর নগরীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। 
মনিরুল ইসলাম বাদলের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মোঃ শাহজাহান, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ। 
খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক : খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাই মনিরুল ইসলাম বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামীন মরহুমের সব মানবিক ত্র“টি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তার গুনাহখাতাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিন। তার সব ভালো কাজগুলোকে কবুল করুন। মরহুমকে আল্লাহ তায়ালা জান্নাতবাসী হিসেবে কবুল করুন।’  
বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অব্জল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল ইসলাম ও মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মোঃ আরাফাত হোসেন মিলন, রাকিব হাসান, আজিজুল ইসলাম ফারাজী ও ডা. সাঈদুজ্জামান।  
বৃহত্তর আমরা খুলনাবাসী : সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাই মনিরুল ইসলাম বাদলের মৃত্যুতে  শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দক বাবলু ডাঃ মোঃ আব্দুস সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, এড. কাজী আমিনুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু মোঃ শাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, আব্দুল মান্নান মুন্নাফ, মোঃ সবুজল ইসলাম, আরিফা আশরাফী চুমকি, ডাঃ মাহ্ফিজুর রহমান বাচ্চু, লিটন মিত্র, মোঃ মামুনুর রশিদ, মোঃ মাসুদ হোসেন, মোঃ রেজাওয়ান হোসেন, মোঃ কামরুল ইসলাম পল্টু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ