খুলনা | সোমবার | ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ০২ অগাস্ট ২০২৫


বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে।  
শুক্রবার দুপুরে হেফাজত ইসলামের দুর্গ নামে খ্যাত আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন ও হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল­ামা শাহ আহমদ শফী ও সংগঠনটির আরেক সাবেক আমির প্রয়াত আল­ামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং জুমার নামাজ আদায় করেন।
এরপর তারা মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ ও মুহাদ্দিস হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ শিক্ষক, স্থানীয় আলেম-ওলামা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষে বিএনপি’র দুই নেতা পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে পৌঁছে মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসাটির পরিচালক বর্তমান হেফাজত আমির আল­ামা মহিবুল­াহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় তাদের সঙ্গে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহŸায়ক কর্নেল (অবঃ) আজিম উল­াহ বাহারসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ