খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

কলকাতা বিমানবন্দরের কাচ ভাঙার চেষ্টা, বাংলাদেশি গ্রেফতার

খবর প্রতিবেদন |
০৫:৪০ পি.এম | ০২ অগাস্ট ২০২৫


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরের (এনএসসিবিআই) ট্রানজিট টার্মিনালের কাঁচ ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আটক বাংলাদেশির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার (০১ আগস্ট) দুপুরের পর ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। তার একটি ট্রানজিট ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল। তার কাছে ভারতীয় ভিসা ছিল না, তাই আন্তর্জাতিক ট্রানজিট জোনের মধ্যেই থাকার নির্দেশ ছিল।

প্রতিবেদনে বলা হয়, কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। এই ঘটনায় আশরাফুল আঘাত পান, এবং তাকে বিমানবন্দরের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কেন তিনি কোলকাতায় ঢোকার চেষ্টা করছিলেন জানতে চাইলে তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়। সিআইএসএফের সদস্যরা পরবর্তীতে তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিশেষভাবে ডিজাইন করা, যেখানে বিশেষ কাচের ব্যারিকেড থাকে, যা আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের যথাযথ অনুমতি ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দেয়।

্রিন্ট

আরও সংবদ