খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

৩১ দফা বাস্তবায়নের আহবান খুলনা-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শাহ্ কামাল তাজের

তেরখাদা প্রতিনিধি |
০২:০৭ এ.এম | ০৩ অগাস্ট ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী শরীফ শাহ কামাল তাজ বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব। শনিবার খুলনার তেরখাদা উপজেলা সদরের টিএনটি চত্বর ও বাজার এলাকায় আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি এই কথাগুলি বলেন।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। জনগণ এখন ভোটাধিকার ফিরে পেতে চায়। বিএনপি সবসময় জনগণের পাশে আছে।” শরীফ শাহ কামাল তাজ আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ বর্তমানে দুঃশাসন, দুর্নীতি ও মতপ্রকাশের স্বাধীনতা সংকোচনের শিকার। বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচারব্যবস্থা, প্রশাসনের নিরপেক্ষতা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি দলের নেতা-কর্মীদের ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহবান জানান।
সভায় আরও বক্তব্য দেন তেরখাদা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ নাঈমুল হক ও মোল্লা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হোসেন, সহ-সভাপতি মলি­ক আমিনুর রহমান, এস এম মকিদুর রহমান, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেখ শরিফুল ইসলাম ও শাহার আলী আসগর এবং রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলে রিনা শিকদার, অপু মোল্লা, মোল্লা দরুল হুদা, জুয়েল, মহিদুল ইসলাম, রাজু চৌধুরী, মেজবা, ইলিয়াস শেখ, টুলু মোল্লা ও আলামীন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য, সাংগঠনিক প্রস্তুতি এবং ৩১ দফা রূপকল্প বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

্রিন্ট

আরও সংবদ