খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান

খবর বিনোদন |
০২:৩৯ পি.এম | ০৩ অগাস্ট ২০২৫


দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা মাধান বব মারা গেছেন। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। মাধান বব নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান।

চার দশকের কর্মজীবনে তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি-সব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব।

অভিনয়ে আসার আগে মাধান বব ছিলেন একজন সংগীতশিল্পী। চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮৪ সালে, বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ ছবিতে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চোখ কপালে তোলা ভঙ্গিমা, উচ্চকণ্ঠে প্রাণখোলা হাস-এসব দিয়েই খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেন তিনি।

‘তেনালি’তে ডায়মন্ড বাবু কিংবা ‘ফ্রেন্ডস’-এ ম্যানেজার সুন্দরেশন-এই চরিত্রগুলো আজও ভোলেননি দর্শক। হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও দাপটের সঙ্গে ছিলেন তিনি। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ, উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

্রিন্ট

আরও সংবদ