খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

খবর প্রতিবেদন |
০৫:৩৬ পি.এম | ০৩ অগাস্ট ২০২৫


আওয়ামী লীগ সরকার পতনে এক দফার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হলে সমাবেশ শুরু হয়।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত করা হয় এনসিপির সমাবেশ মঞ্চ। সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিতে থাকেন।

সকাল থেকেই দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার, মাথায় দলীয় ব্যান্ড। তারা দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় হওয়া স্লোগানও দিতে থাকেন।

সমাবেশের কারণে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে। তবে নেতাকর্মীদের বহনকারী বাসগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখার দলীয় নির্দেশনা থাকলেও গণিত ভবনসহ আশেপাশের এলাকায় অনেকগুলো বাস দেখা গেছে।

আওয়ামী লীগ সরকার পতনে এক দফার ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে সমাবেশ করছে দলটি।

সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। শহীদ মিনারের সামনে নেতাকর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।

গত বছরের ৩ আগস্ট হাজার হাজার সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল আজকে তেমন জনসমাবেশ হবে বলে আশা করছে এনসিপি। সমাবেশস্থলে উপস্থিত দলের সদস্য রফিকুল ইসলাম কনক এসব কথা বলেন।

এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা ২টার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।

সমাবেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা।

্রিন্ট

আরও সংবদ