খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

কুষ্টিয়ায় ভেড়ামারায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ : আটক ৫

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১২:২২ এ.এম | ০৪ অগাস্ট ২০২৫


কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ কাজ শেষে স্বামীর সঙ্গে ভ্যানে করে বাড়িতে ফিরছিল। পথে রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে কয়েক যুবক তাঁদের গতিরোধ করে। তারা পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), উপজেলার ষোলদাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)। কুষ্টিয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে এবং আটকদের কুষ্টিয়া আদালতের মাধ্য জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সোহেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ