খুলনা | বুধবার | ১৩ অগাস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২

নগরীতে বিএনপি’র বিজয় মিছিলে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ০৪ অগাস্ট ২০২৫


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী বুধবার বিকেল ৩টায় জিয়াহল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বিজয় মিছিল করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান উপলক্ষে খুলনা বিএনপি’র মাসব্যাপী কর্মসূচির শেষ দিনের এই কর্মসূচি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ ও মিছিল হবে বলে দাবি করেছেন দলটি। সমাবেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহানগর বিএনপি ও জেলা বিএনপি’র পৃথক প্রস্তুতি সভায় সমাবেশ ও বিজয় মিছিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
নগর বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থাণের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্টের সমাবেশ ও বিজয় মিছিল সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশেরও অনুমতি পাওয়া গেছে।
নগর বিএনপি’র দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত শরিফুল ইসলাম টিপু জানান, কর্মসূচি সফল করতে মহানগরীর ৩১টি ওয়ার্ড, তিনটি ইউনিয়ন ও ৫টি থানার বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। স্ব-স্ব থানা ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। তিনটি উপ-কমিটিও কাজ করছেন।
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিগত সময়ে নেতা-কর্মীরা বিএনপি’র সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি’র সাথে যুক্ত হয়েছে খুলনার সাধারণ মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে সমাবেশে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, বিএনপি’র নেতাকর্মী-সমার্থক ছাড়াও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে বিজয় মিছিলে খুলনার লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সকলের হাতে থাকবে জাতীয় পতাকা। এ কর্মসূচিতে এক অন্যরকম অনুভূতির বহিঃপ্রকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা ইউনিটকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী জমায়েতের নির্দেশনা দেয়া হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকা থেকে বিজয় মিছিলে অংশ নিতে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ