খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

শরণখোলায় আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ০৫ অগাস্ট ২০২৫


বাগেরহাটের শরণখোলায় আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল তালুকদার (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাকিল উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের ব্যবসায়ী ও খাদা গ্রামের আঃ রাজ্জাক তালুকদারের একমাত্র ছেলে। 
পরিবার সূত্রে জানা যায়, শাকিল সকালে একই গ্রামের তার মায়ের নানা বাড়িতে গিয়ে গাছে উঠে আমড়া পাড়ছিলেন। এ সময় পাশ থেকে টানা বিদ্যুতের তারে গাছের ডাল স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ছিটকে নিচে পড়ে যান শাকিল। দ্রুত উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শরণখোলা থানার ওসি মোঃ শহিদুল­াহ বলেন, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে।

্রিন্ট

আরও সংবদ