খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

‘নির্বাচন কমিশনের মেরুদন্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে’

খবর প্রতিবেদন |
০১:৪৪ এ.এম | ০৫ অগাস্ট ২০২৫


গত রোববার এনসিপির করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 
গত রোববার (৩ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল বলেছে ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি বাস্তবেই মেরুদণ্ড আছে? এমন প্রশ্নের জবাবে ইসি আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে, আমার মেরুদণ্ড আছে?’
তিনি বলেন, ‘ইইউ পযবেক্ষণ টিম মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এর মধ্যে তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পযবেক্ষক থাকবেন। এটা সোমবার আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেছি।’
সচিব জানান, প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।
আগামী কয়েক দিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ইসি সচিব।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে, ফেব্র“য়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।
 

্রিন্ট

আরও সংবদ