খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

শিরোমনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি জবর দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:০০ এ.এম | ০৫ অগাস্ট ২০২৫


ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আলামিনের বিরুদ্ধে সরকারি খাস জমি জবর দখলের অভিযোগ উঠেছে। সরেজমিন তদন্তপূর্বক দখলকৃত স্থানের পাকা স্থাপনা অপসারণ করে জনসাধারনের চলাচলের ব্যবস্থার দাবিতে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। 
এলাকারবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা শেখ আব্দুস সালাম লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, শিরোমনি মৌজার আর এস ১নং খাস খতিয়ানের আর এস দাগ নং ৩২৫০, জমি ০২ শতক সম্পত্তি গত ৩ আগস্ট রাতের আঁধারে আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আলামিন জোরপূর্বক এলাকার সাধারন জনগণের রাস্তার উপর রাতের আঁধারে পাকা স্থাপনা নির্মান করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আল আমিন। তিনি বলেন, ‘বহু বছর আগে এই জায়গায় বাজার ছিল। ওখানে ৪১ শতক জমি আছে, ১৪ শতকের মতো জমি রাস্তায় চলে গেছে। বাকী যাদের দোকান ছিল-তাদের নামে বাকী জমি রেকর্ড হয়েছে। অবশিষ্ট দুই শতক জমি খাস আছে। আমি যে জমিতে ঘর করেছি, সে জমিটি আমার।’
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান বলেন, ইউপি সদস্য শেখ আলামিনের বিরুদ্ধে সরকারি খাস জমি জোরপূর্বক দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ