খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৫ অগাস্ট ২০২৫


আজ ৫ আগস্ট (মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
কর্মসূচির মধ্যে রয়েছে আজ ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাস থেকে জিরোপয়েন্ট পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজয় মিছিল’, বিকেল ৫টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি’ ও বিকেল সাড়ে ৫টায় সংশ্লি¬ষ্ট সংগঠন সমূহের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’। 
এছাড়া আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৩টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের আয়োজনে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভ‚মিকা রাখা সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠান’।
এ সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 

্রিন্ট

আরও সংবদ