খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

খুলনায় জিমন্যাস্টিক ফেডারেশনের র‌্যালি অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪২ পি.এম | ০৫ অগাস্ট ২০২৫


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে খুলনায় র‌্যালি করেছে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনর এই উদ্যোগ ছিল প্রশংসনীয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দুর্ণীতিমুক্ত এবং ঢেলে সাজাতে ক্রীড়া সংশ্লিষ্টদের হৃদয়ের কথাটি যেন ফুটে উঠেছে এ র‌্যালির মধ্য দিয়ে। গণতন্ত্রের নতুন ধারায় আমূল পরিবর্তন আসবে ক্রীড়াঙ্গনে এ আশাবাদ সকলের।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গন থেকে তারুণ্যে নির্ভর এই র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা স্টেডিয়াম চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়।  

এসময় বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সদস্য শেখ মাহমুদ হাসান, দৈনিক সময়ের খবরের প্রকাশক ও সম্পাদক এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলামসহ প্রশিক্ষক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ