খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

কেকেবিএ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‌্যালি ও দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০৩:৫৫ পি.এম | ০৫ অগাস্ট ২০২৫


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্ট-জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট এন্ড অনারারি) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং ঐ দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতিসহ সবধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। জুলাইয়ের প্রতিবাদের ভাষা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাড়ানোর অনুপ্রেরণা এবং গণতন্ত্র পুনর্জাগরণের শক্তি। এই গণঅভ্যুত্থান আমাদের নতুন করে একটি ন্যায় ও সাম্যভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। নতুন করে এদেশ বিনির্মাণের সুযোগ হাতছাড়া করতে দেয়া যাবে না।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ মুঈন উদ্দীন। শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য রাখেন সাইফুল্লাহ, আবুল হাসানাত রাব্বী, সাকিব আল আমিন, মুজাহিদ ও রাকিব। অনুষ্ঠানের ২য় পর্বে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আহসান উল্লাহ। সভাপতি এই আয়োজনে অংশ গ্রহণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।  

্রিন্ট

আরও সংবদ