খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

দিঘলিয়া প্রতিনিধি |
০৫:২১ পি.এম | ০৫ অগাস্ট ২০২৫


খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে জুলাই ৩৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতার ভূমিকা এবং দেশের সার্বিক অগ্রগতিতে  দিবসটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার রাকিব, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার পক্ষে ডাঃ সানজিদা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওঃ মুশফিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা আহবায়ক মাওঃ আছাদুল্লাহ খামেনি, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৌরভ, জুলাই আন্দোলনে আহত পরিবারের সদস্যদের পক্ষে মোয়াজ্জেম হোসেন ও মিন্টু মেম্বার,  উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী,  তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই বিশ্বাস,
দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, কিশোর কুমার দে, এস এম শামীম-২,  বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুল্লাহ ।

উপজেলা প্রশাসন জানায়, ৭১ এর মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে যত বেশি আলোচনা করা হবে তার মাধ্যমে তরুণ প্রজন্মকে এ দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্টদের পতন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে বিকাল ৫টায় গণমিছিল  উপজেলার পথের বাজার হতে বাঁশের হাট পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির আবুল হাসান ও সেক্রেটারি জেনারেল মাওঃ মুশফিকুর রহমান ,

জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পলায়ন উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার পথের বাজার থেকে শুরু হয়ে সেনহাটি ২ নং গেট এলাকায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ