খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

বিজয় র‌্যালি শেষে অঙ্গিকার, জীবন দিয়ে হলেও মোংলা-রামপাল আসন অক্ষুন্ন রাখা হবে

মোংলা প্রতিনিধি |
০৫:২৬ পি.এম | ০৫ অগাস্ট ২০২৫


পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মোংলা পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২০২৪ সালের ৫ই আগস্ট, গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারসহ তার লোকজন জীবন বাচাঁতে এ দেশ থেকে পালিয়ে যায়।
সেই দিনকে স্মরণ করে রাখতে ও বছর পূর্তি উপলক্ষে মোংলা সর্বস্তরের মানুষ বিজয় র‌্যালীসহ নানা অনুষ্ঠানের আয়েজন করে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় একটি বিজয় র‌্যালি মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই ৫ আগষ্টকে স্মরনীয় করে রাখতে বৃষ্টিতে ভিজে হাজার হাজার নারী-পুরুষ, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দরা এ আনন্দ র‌্যালী সফল করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ র‌্যালীকে সফল করতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ৬টি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্তরের মাঠে জড়ো হয়। এতে নেতৃত্ব দেন স্ব স্ব ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ন আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারন সম্পাদক আবু হোসেন পনি এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় কয়েক হাজার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, শিক্ষক শিক্ষার্থী, চাকরীজীবি রাজনৈতিক দল বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  

জুলাই শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বলেন,  স্বৈরাচারী শেখ হাসিনার ও তার দোসরদের অবিলম্বে বিচার করলেই দেশ কলঙ্ক মুক্ত হবে। ২০২৪ সালের ৫ আগষ্ট এই দিনে স্বৈরার পতন হয়েছে, আমাদের অঙ্গীকার ছিল জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিয়া, তাই বিএনপির এই সফলতা ধরে রেখে তারেক রনহমানের হাতকে শক্তি শালী করার আহবান জানান।

পাশাপাশী রেলী শেষে মোংলা-রামপাল সংসদীয় আসন বাগেরহাট-৩ পৃথক হলে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত  মোংলা বিএনপি ও এর অংঙ্গ সংগটনের নেতাকর্মীরা। তাদের দাবী আগামী ১০ আগষ্ট নির্বাচন কমিশন মোংলা-রামপাল তথা বাগেরহাটের ৪ আসন অক্ষুন্ন না রাখলে মোংলা বন্দরের সহ দক্ষিনাঞ্চলের সকল শিল্প প্রতিষ্টান বন্ধ করে দেয়ার হুশিয়ারীদেন মোংলা বিএনপির নেতাকর্মীরা।

্রিন্ট

আরও সংবদ