খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

খুলনায় উপজেলা পর্যায়ে বিএনপি’র বিজয় র‌্যালিতে মনিরুজ্জামান মন্টু

জনআকাঙ্খা পূরণে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করাই সময়ের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ পি.এম | ০৬ অগাস্ট ২০২৫


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশের জন্য জুলাই গণঅভ্যুত্থানে দেশবাসী জীবনবাজী রেখে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। বিএনপি জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেবে না। জনগনের ভোটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে বৈসাম্যহীন উদার নিরপেক্ষ ন্যায়-সততা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি। ধর্মান্ধত্ব মুক্ত অত্যাধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের জনআকাঙ্খা পূরণে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করাই সময়ের সর্বোত্তম দাবিতে পরিণত হয়েছে। খুলনা অঞ্চলে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকরা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ‚্যত্থানের বর্ষপূর্তিতে খুলনার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিজয় র‌্যালি পূর্ব একাধিক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার (৫ আগস্ট) খুলনার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা সদরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি’র বিশাল বিজয় র‌্যালি বের হয়।

বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু বলেন, ২০০৮ সালে একটি পাতানো নীল নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। এরপর তারা ফ্যাসিবাদের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। বিপুল আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্ত করেছে।

তিনি আরও বলেন, বিএনপি এদেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবে না। অতীতের ন্যায় ভবিষ্যতে ও জিয়া পরিবার কোন অপশক্তির কাছে মাথা নত করবে না। দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করা জরুরি। আগামীতে ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানান।

পাইকগাছা : মঙ্গলবার বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিলপূর্ব পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সদস্য সচিব সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক ও যুগ্ম-আহবায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, পৌরসভা বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা এড. জিএম আব্দুস সাত্তার, শাহাদাত হোসেন ডাবলু, সুলতান মাহমুদ, শেখ ইমাদুল ইসলাম, তৌহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা আবু তালেব, এড. একরামুল হক বিশ্বাস, শেখ বেনজির আহমেদ লাল, সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এসএম মোহর আলীসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমার্থকবৃন্দ।

‎বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মো. মনিরুজ্জামান মন্টু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক মো. তৈয়েবুর রহমান।

উপজেলা বিএনপি’র আহŸায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ সুলতান মাহমুদ ও জিএম রফিকুল হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মাসুদুজ্জামান, উপজেলা যুবদলের আহŸায়ক আবুবকর সিদ্দিক নিরু, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, জলমা ইউনিয়ন বিএনপির আহŸায়ক রুহুল মোমেন লিটন, সুরখালী বিএনপির রাশেদ কামাল, বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহŸায়ক ইমরান আহমেদ, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির আহŸায়ক ওলিয়ার রহমান, শফিকুজ্জামান, জসিম উদ্দিন শেখ, সেলিম, হাওলাদার, পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, মান্নান শেখ, মেহেদী আল আজাদ, কবির আঁকঞ্জী, জাহিদুর রহমান রাজু, এসএম এ আবুল বাশার, হুমায়ূন কবির, আরাফাত শেখ, রেহানা আফরোজ সুইটি, কানিজ ফাতেমা নুপুর, নাজমুল হোসেন, জবি আঁকুঞ্জী, মুক্তা খাতুন, আবুল হোসেন, মাকসুদ আলী, সেলিম মাস্টার, শিশির রায়, আরিফুজ্জামান দুলু, মিহির কান্তি মন্ডল, হান্নান মল্লিক, বাবু, তুহিন, আজগার আলী ও রমিজুল শেখ প্রমুখ। সভার পূর্বে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

কয়রা : ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের বিশাল বিজয় র‌্যালি বের করে কয়রা উপজেলা বিএনপি। কপোতাক্ষ কলেজ থেকে বিজয় মিছিলটি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সদস্য এমএ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু ও আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা মো. শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, এ্যাড. মঞ্জুর আলম নান্নু, এফএম মনিরুজ্জামান মনি, শেখ হারুন অর রশিদ, ডিএম নুরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, সরদার মতিয়ার রহমান, আরিফুল হক ছানা, আঃ সামাদ, হাফিজুর রহমান, এসএম আঃ রহিম, জিএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, গাজী সিরাজুল ইসলাম, ওসমান গণি খোকন, মঞ্জুর মোর্শেদ, আবুল বাশার ডাবলু, ডাঃ নুর ইসলাম খোকন, মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, কয়রা উপজেলা যুবদল নেতা ইহছানুর, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, ইউরুস আলী, আনারুল ডাবলু, মেহেদী হাসান মিলন, দেলোয়ার হোসেন, কৃষক দলের আহবায়ক এসএম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, ছাত্র দলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান ও ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

ডুমুরিয়া : পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বর্নাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বিএনপি কার্যালয় থেকে বের হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল কলেজ মোড়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। র‌্যালী পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য শেখ সরোয়ার হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, খান আসাদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষকদলের আহবায়ক মাষ্টার আয়ুব আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন, বিএনপি নেতা আব্দুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, আবুল কাশেম মোল্যা, এফএম রফিকুল ইসলাম, শেখ শফিকুল ইসলাম, মোনায়েম গাজী, সরদার দৌলত হোসেন, হেমায়েত রশিদ খান, শহিদুজ্জামান শহিদ, শাহেদুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান, খোকন তালুকদার, নুর ইসলাম মেম্বর, মাষ্টার নজরুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম, জিল্লুর রহমান তরফদার, কাজী মিজানুর রহমান, সরদার মোজাফফর হোসেন, আরশাব হোসেন, সরদার বিল্লাল হোসেন, আয়ুব আহমেদ, শেখ আব্দুর রশিদ, আবু হাসান খান, শফিকুল ইসলাম সরদার ও মহাসিন খান প্রমুখ।

ফুলতলা : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফুলতলা উপজেলা বিএনপিরর আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আনন্দ মিছিল ফুলতলা বাজারে বের হয়। মিছিল শেষে স্বাধীনতা চত্বরে উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফি মোহাম্মদ খাঁন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এসএ রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম সরদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাজী আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, শেখ লুৎফর রহমান, মশিউর রহমান বিপ্লব, মোল্যা মনিরুল ইসলাম, সরদার আতাউর রহমান, বিএনপি নেতা জামাল হোসেন ভুইয়া, হুমায়ুন কবির বিশ্বাস, মোঃ ইব্রাহিম সরদার, আনিছুর রহমান পলাশ, মোতাহার হোসেন কিরন, আঃ হালিম বিশ্বাস, ইকবাল খাঁন, শেখ মহিউদ্দিন, আলমগীর সরদার, শরিফুল ইসলাম মিকু, মাসুদ চৌধুরী, আঃ হালিম শেখ, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ রবিউল ইসলাম, মোঃ মাসুদ রানা, টিটো জমাদ্দার, আফতাব আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবু, আঃ রউফ গাজী, মোঃ আলমগীর হোসেন, আনিছুর রহমান রনি, মোঃ বকুল ভুইয়া, আঃ রহিম গাজী, মোঃ জামির হোসেন, মোঃ সিরাজ মোড়ল, মোঃ আবুল হোসেন, আব্বাস মোল্যা, আকবর হোসেন, তবিবুর রহমান তুহিন, মেহেদী হাসান, আরাফাত হোসেন, লিটন গাজী, খলিলুর রহমান, হাদি জমাদ্দার, ইমরানুল হক মিতুল, জাহিদুল ইসলাম লাভলু, মোঃ হিরণ সরদার, মোঃ নাজমুল হোসেন, আকতারুজ্জামান কচি, মোঃ জুয়েল ভুইয়া, মিতা পারভিন, ইয়াসমিন বেগম, সিরাজ গাজী, আজমল গাজী, সাকিল রানা ও মাহিম প্রমুখ।

রূপসা : রূপসা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি ৫ আগষ্ট বিকালে পূর্ব রূপসা এলাকায় অনুষ্ঠিত হয়।  র‌্যালিটি বাগমারাস্থ নৈহাটি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে পূর্ব রূপসা ঘাট এলাকা প্রদক্ষিণ করে পূর্ব রূপসা রেল স্টেশন প্রাঙ্গণে পথসভার মাধ্যমে শেষ হয়। র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবীর, মহসিন জমাদ্দার, ইলিয়াস শেখ, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, আজিজুল ইসলাম নন্দু, জাহিদুল ইসলাম রবি, শ. ম হাসিবুর রহমান, শরীফ খন্দকার, হাকিম কাজী, শামীম হাসান, শাহ আলম ভূইয়া, আসাদুজ্জামান বিপ্লব, মহিতোষ ভট্টাচার্য, ইউনুছ গাজী, মাঈনুল হাসান, বাবুল শেখ, আজিবুল্লাহ শেখ, জাহাঙ্গীর হালদার, নজরুল ইসলাম, সাজ্জাত হোসেন, কবির শেখ, মিজানুর রহমান, সরদার শিহাব উদ্দীন, সেলিম রেজা, বাবু মোল্যা, জহিরুল হক শারাদ, টিটো জমাদ্দার, মেজবা মোল্যা, কামরুজ্জামান জুয়েল রানা, আসাদ পাইক, রনি লস্কর, ওহিদুল ইসলাম, মনিশংকর রায়, মনির লস্কর, বেল্লাল শেখ, জাকির শেখ, ফারুক আহম্মেদ ও আরমান প্রমূখ।

তেরখাদা : উপজেলা বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড চত্ত¡রে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খান জুলফিকার আলী জ্বলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক ও নাজমুস সাকিব পিন্টু।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফএম হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মিল্টন হোসেন মুন্সী, মোল্যা আজিজুর রহমান গাউস, শেখ আজিজুর রহমান আজিবার, আবুল হোসেন বাবু, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, মোঃ মোবাশ্বের আলম, মোঃ আবুল বাশার, শেখ জাহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর লস্কর, খান গিয়াস উদ্দিন, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্যা, মৎস্যজীবী দলের সভাপতি লতিফ মোল্যা, জাসাসের সভাপতি তারেক মাহমুদ, সদস্য সচিব পারভেজ মোল্যা ও মহিদুল ইসলাম প্রমুখ।

দিঘলিয়া : গণঅভ‚্যত্থানের বর্ষপূতিতে আনন্দ র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দিঘলিয়া উপজেলা বিএনপি আহবায়ক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব আ. রকির মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল। দিঘলিয়া উপজেলা বিএনপি বিজয় মিছিলে অংশগ্রহন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, মো. মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, কুদরতে ইলাহি স্পীকার, আব্দুল কাদের জনি, মো. লিটন শেখ, মহিলা দলের সভাপতি রিনা পারভীন, ডা. হাফিজ, খান মোহাম্মদ, মোল্লা সাজ্জাদ হোসেন, ইমরান হোসেন, মোহাম্মদ আলী মিন্টু ও আলম চৌধুরী প্রমুখ।

দাকোপ : দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহŸায়ক মোজাফফর হোসেন শেখ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম হাওলাদার, এসএম গোলাম কাদের, কামরুজ্জামান টুকু, তরিকুল ইসলাম নান্নু, আব্দুর রউফ সরদার, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক শেখ, মাসুদ গাজী, কাশেম সানা, আব্দুর রাজ্জাক মোল্লা, সরোয়ার শেখ আজিম হাওলাদার, ফেরদৌস সানা, বাদিয়ার রহমান, আজমীর রহমান, ইকরামুল ইসলাম, রতন রায়, সমির সাহা, ছাব্বির আহমেদ, আফজাল গাজী, আব্দুর রহিম ফকির, হক শেখ, নিয়ামত শেখ, মাহাবুব শেখ, মিজান শেখ, ইমরান শেখ, রবিউল ইসলাম মনা, জিএম রুমন, আবুল বাশার, আব্দুল্লাহ শেখ মৃদুল, ইলিয়াস হোসেন ও আরিফ বিল্লাহ সরদার। আনন্দ মিছিলটি চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৌমার গাছতলায় পথসভায় মিলিত হয়।

্রিন্ট

আরও সংবদ