খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মহানগরী জামায়াতের গণমিছিল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, একটি শ্রেণি দেশে ব্যাপক চাঁদাবাজি করছে। এর দায় আমরা নির্দিষ্ট কোন দলকে দিতে চাইনা। আগামী নির্বাচনে এই চাঁদাবাজদের জনগণ প্রত্যাখান করবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকই আমাদের কাছে সম্মানিত। জামায়াতে ইসলামী জনগণের সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমাতায়। অথচ প্রশাসন বিভিন্ন দলকে বিশেষ সুবিধা দিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। তিনি প্রশাসনকে কোন দলের পক্ষাবলম্বন না করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহŸান জানান। তিনি আরো বলেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে যাবো। জুলাই আন্দোলনের মূল দাবি ছিল একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়। 
মঙ্গলবার বিকেলে মহানগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গ্ওাসুল আযম হাদী, আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শেখ মোঃ অলিউল­াহ, মাওলানা শাহারুল ইসলাম, আ স ম মামুন শাহীন, ইঞ্জিনিয়ার মোল­া আলমগীর, মীম মিরাজ হোসাইন, মোকাররম বিল­াহ আনসারী, আরাফাত হোসেন মিলন, রাকিব হাসান, এস এম হাফিজুর রহমান, জি এম শহিদুল ইসলাম, আব্দুল­াহ আল মামুন, মুশাররফ আনসারী, মনোয়ার আনসারী, আব্দুল গফুর, মোজাফফর হোসেন, সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান স্বপন, ডাঃ সাঈদুজ্জামান, আব্দুস সালাম, জাহিদুর রহমান নাঈম, আব্দুল আউয়াল, মোঃ মহিউদ্দীন, শেখ তুহিন, এড. ব ম মনিরুল ইসলাম, শাহ মাহমুদুল হাসান জিকু প্রমুখ। পরে এক বিকেল গণমিছিল সোনালী ব্যাংক চত্বর থেকে ফেরীঘাট মোড় ও পাওয়ার হাউজ মোড় হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
 

্রিন্ট

আরও সংবদ