খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

আ’লীগ যে অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেয়া হবে না : অমিত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৩ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


আ’লীগ যে ধরনের অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেয়া হবে না। বিগত ১৬ বছর বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে। মনে রাখতে হবে বাংলাদেশ একক কোন সংগঠনের দেশ নয়। এদেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে। বিএনপি’র যত বড় নেতাই হন না কেন-তিনি যদি কোন অপকর্ম করেন তার জায়গা বিএনপিতে হবে না। ফ্যাসিবাদীদের যিনি আশ্রয়-প্রশ্রয় দিবেন তার জায়গাও বিএনপিতে হবে না। এমন কি কেউ যদি এ জাতীয় কর্মকান্ডের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বিকেলে স্থানীয় টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপি’র বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু। নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপি’র অন্যতম নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিকেল বিজয় র‌্যালি দড়াটানা হয়ে চৌরাস্তা হয়ে যশোর মনিহার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।  

্রিন্ট

আরও সংবদ