খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

এক বছরে বাধ্যতামূলক অবসরে ২৯ কর্মকর্তা, পদোন্নতি পেয়েছেন ১৫৪৯ জন

খবর প্রতিবেদন |
০১:১৩ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সচিব-সিনিয়র সচিব পদের ৯ জনসহ সর্বমোট ২৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি এক হাজার ৫৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

গত এক বছরে (গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বছরে নিয়মিত ও ভূতাপেক্ষ (পূর্ববর্তী) মিলিয়ে এক হাজার ৫৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। নানা অনিয়মের অভিযোগে ২৪টি বিভাগীয় মামলা করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত এক বছরে অতিরিক্ত সচিব পদের ১৯ জন, গ্রেড-১ পদের একজন এবং সচিব-সিনিয়র সচিব পদের ৯ জনসহ সর্বমোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

এ সময়ে উপসচিব পদে ১৪১ জন, যুগ্মসচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব-সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ সর্বমোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়াও, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদে চারজন, যুগ্মসচিব পদে ৭২ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন এবং সচিব পদে ১১৯ জনসহ সর্বমোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত এক বছরে উপসচিব পদের ১৬ জন, যুগ্মসচিব পদের ১৫ জন, অতিরিক্ত সচিব পদের ৭৫ জন, গ্রেড-১ পদের ৩৪ জন এবং সচিব-সিনিয়র সচিব পদের ২৪ জনসহ সর্বমোট ১৬৪ জন কর্মকর্তা কর্মকাল শেষে স্বাভাবিক অবসরে গেছেন।

এক বছরে ২৪টি বিভাগীয় মামলা করা হয়েছে, ৮টি বিভাগীয় মামলা নিষ্পত্তি করা হয়। এ ছাড়াও ১৬টি বিভাগীয় মামলা চলমান। প্রশাসনিক তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ধনঞ্জয় কুমার দাস এবং লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় প্রতিবেদনে আরও জানিয়েছে, এক বছরে তিনটি অধ্যাদেশ প্রণয়ন, তিনটি বিধিমালা সংশোধন, একটি বিশেষ বিধিমালা প্রণয়ন এবং ২২টি নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা প্রণয়ন বা সংশোধনে সুপারিশ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
সূত্র : ইউএনবি 

্রিন্ট

আরও সংবদ