খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

ছাত্র-জনতা প্রাণের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাঁচ আগস্ট আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। গত বছরের এই দিনে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে। হাজারো ছাত্র-জনতা তাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছেন। সম্মিলিত ভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমাদের আত্মনিয়োগ করতে হবে। 
কেসিসি প্রশাসক মঙ্গলবার দুপুরে নগর ভবনে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসক চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 
প্লে ও নার্সারী শ্রেণির (‘ক’ বিভাগ) শিক্ষার্থীদের জন্য বিষয় উম্মুক্ত রেখে ১ম ও ও ২য় শ্রেণির (‘খ’ বিভাগ) শিক্ষার্থী ‘‘স্মৃতিসৌধ’’ এবং ৩য় থেকে ৫ম শ্রেণির (‘গ’ বিভাগ) শিক্ষার্থী ‘‘জুলাই বিপ্লবের চিত্র’’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ‘ক’ বিভাগে মারইয়াম ১ম, রুষা মন্ডল ২য় ও দৃশি মনি মন্ডল ৩য়; ‘খ’ বিভাগে অবন্তিকা সরকার ১ম, ফাতেমা জামান সায়মা ২য় ও অরিন জয় ৩য় এবং ‘গ’ বিভাগে উচ্ছ¡াস সেন স্বপ্ন ১ম, নুসাইবা তাবাচ্ছুম অরোরা ২য় ও মোঃ এহসান হাবিব ৩য় স্থান অধিকার করে। 
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী (‘ঘ’ বিভাগ) ‘‘জুলাই বিপ্লব’’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী (‘ঙ’ বিভাগ) ‘‘ছাত্র-জনতার বিজয় ও একটি গণঅভ্যুত্থান’’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ‘ঘ’ বিভাগে কাজী সুমাইয়া জাহান ১ম, সৈয়দা সারা তাবাচ্ছুম ২য় ও তানহা ইসলাম তামান্না ৩য় এবং ‘ঙ’ বিভাগে সানজিদা নাহার ১ম, ফারিহা জামান ২য় ও সাদিয়া আলী ৩য় স্থান অধিকার করে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘চ’ বিভাগে মোঃ সিফাত উল­াহ ১ম, ফারজানা রহমান ২য় ও অরিন্দম পাল ৩য় এবং ‘ছ’ বিভাগে এস এম তারিকুজ্জামান ১ম, সৌহাদ্য রোহান ২য় ও লামিয়া ইসলাম মমতা ৩য় স্থান অধিকার করে।   
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মোঃ আব্দুল মাজেদ মোল­া, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ সেলিমুল আজাদ ও আজিজুন নাহার বেলা, এ্যাসেসর নাজমুল হক মুকুল, নিরাপত্তা সুপার মোঃ আলমগীর হোসেনসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
সকাল ৯টায় কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার নগরীর জিয়া হল চত্বরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দুপুরে নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহিদ শেখ মোঃ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। 

্রিন্ট

আরও সংবদ