খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

খুলনা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক |
০২:২৮ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিজয়যাত্রা, সমাবেশ, স্মৃতিচারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।  
খুলনা বিশ্ববিদ্যালয় : খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেলে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে ‘বিজয়যাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।  
তিনি বলেন, দেশে যখন ফ্যাসিবাদী শক্তি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, তখনই তরুণরা এগিয়ে এসে প্রতিবাদের ধ্বনি তুলেছিল। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরে পরিণত হয় গণআন্দোলনে। সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ফিরে পেয়েছি।
উপাচার্য বলেন, আমাদের প্রত্যেককে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন ও ন্যায্যতাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, জুলাই আন্দোলনের ফলে আমরা দেশকে নতুন ভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছি। বিগত সময়ে জুলাই আন্দোলনের বিপক্ষে যারা ছিল, তাদের মুখোশ উন্মোচন ও ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এ ব্যাপারে সকল মহলকে কার্যকর ভ‚মিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। বক্তৃতা করেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল­া হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীদের মধ্য থেকে বক্তৃতা করেন আয়মান আহাদ, ফাহাদ ইসলাম, খালিদ ও জুবায়ের। 
পরে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলজার হোসাইন। 
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রজমান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীরসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই হত্যাযজ্ঞের’ খুনিদের বিচারের দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। সন্ধ্যায় একই স্থানে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সংগঠনসমূহের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়।  
কুয়েট : খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য  মর্যাদায়  জুলাই গণঅভ্যুত্থান দিবস  পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে সিনিয়র শিক্ষকবৃন্দদের নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ হতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। বেলা সোয়া ১১টায় অডিটরিয়ামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকাল সাড়ে ১১টায়  অডিটরিয়ামে প্রদর্শিত হয় “জুলাই গণঅভ্যুত্থান দিবস”এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র। এরপর অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল­াহ ইলিয়াছ আক্তার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এ হাসেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। শিক্ষার্থীদের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯ ব্যাচের শাহরিয়ার কবীর রাহাত, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সুমাইয়া তাসনিম, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জালাল মুনসী, কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক।
বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) তে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দিবস উদ্যাপিত হয়েছে। দৌলতপুরস্থ দেয়ানায় মধ্যপাড়ায় অস্থায়ী ক্যাম্পাসে মঙ্গলবার সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি স্মারক ভিডিও প্রদর্শনী এবং আন্তঃঅনুষদ জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি শেষ হয়। এ সকল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুলনা প্রেসক্লাব : জুলাই গণঅভ্যুত্থান দবিস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শিববাড়িতে নব নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এহতেশামুল হক শাওন ও খলিলুর রহমান সুমন, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা প্রমুখ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর খুলনা প্রেসক্লাবের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা পুলিশ টেনিং সেন্টার : খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বলেন, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে পুলিশ-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য হবে মানবতাবোধের ধারক-বাহক, তারা শাসকের অন্যায় আদেশ মেনে আর সাধারণ জনতার বুকে গুলি চালাবে না। বাংলাদেশ পুলিশ সমাজের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানবতার দেয়াল গড়ে তুলবে। 
তিনি মঙ্গলবার সকাল ১০টায় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। 
জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে পিটিসি, খুলনার সকল পুলিশ অফিসার-ফোর্স, সিভিল স্টাফ, ও ৫৯তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তৃতা করেন, এ্যাডিশনাল ডিআইজি (রিসার্চ এ্যান্ড এ্যানালাইসিস) এস এম মাসুদ, পুলিশ সুপার প্রশাসন। 
পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ আবু সাঈদ, এসআই মোঃ ফেরদাউস রহমান, পুলিশ সদস্য নুসরাত জাহান লিনা, অফিসে স্টাফ দীপ্তি কতা রায়, টিআরসি আলাউদ্দিন ও তানভীর ইসলাম রানা। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, আহত জুলাই যোদ্ধা শেখ ওয়াকিল আহমেদ ও মারুফ বিল­াহ। 
অনুষ্ঠানে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ সম্মানী তুলে দেন সভাপতি ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এছাড়াও তিনি অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় পুলিশ সদস্যদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকাল সকাল ৯টায় পিটিসি, খুলনায় অবস্থিত ‘শ্রদ্ধা চিরন্তন’ স্মৃতিস্তম্ভে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম’র নেতৃত্বে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় কর্মরত পুলিশের সকল স্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। 
এ সময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন ৩ এপিবিএন, খুলনার কমান্ডিং অফিসার এম এম সালাহউদ্দীনসহ ৩ এপিবিএন, খুলনায় কর্মরত পুলিশের সকল স্তরের অফিসারবৃন্দ। এছাড়াও পিটিসিতে কর্মরত সিভিল স্টাফ ও ৫৯তম টিআরসি ব্যাচে প্রশিক্ষণরত টিআরসিদের পক্ষ থেকে ৬টি কোম্পানির প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পিটিসি খুলনার সামনে অবস্থিত ওয়াকওয়ে হয়ে পুরো পিটিসি কম্পাউন্ড প্রদক্ষিণ করে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায়। মঙ্গলবার  সকাল ১০টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান, ডীন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ডিরেক্টর (লিয়াজো), বোর্ড অব ট্রাস্টি শেখ মাহরুফুর রহমান, প্রক্টর, শাকিল আহমেদ, পরিচালক (চলতি দায়িত্ব) অর্থ ও হিসাব, ড. মোঃ রউফ বিশ্বাস, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভার পর জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য ও দোয়া করা হয়। পরে দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির প্রতিপাদ্য ছিল, ‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ।’
র‌্যালিটি মঙ্গলবার বিকেলে ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন। 
বক্তৃতা করেন মহানগর শিবিরের সেক্রেটারি রাকিব হাসান, ইসরাফিল হোসেন, ইসরাফিল হোসেন, আসিফ বিল­াহ, এস এম বেলাল হোসেন, আহমাদ সালেহীন, কামরুল হাসান প্রমুখ।
খুলনা খান বাহাদুর আহ্ছানউল­া বিশ্ববিদ্যালয় : মঙ্গলবার, খুলনা খান বাহাদুর আহ্ছানউল­া বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ৫ আগস্ট-জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বেলা ১১টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।  
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট এন্ড অনারারি) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। 
বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ মুঈন উদ্দিন। শিক্ষার্থীদের মধ্য হতে বক্তৃতা করেন সাইফুল­াহ, আবুল হাসানাত রাব্বী, সাকিব আল আমিন, মুজাহিদ ও রাকিব। অনুষ্ঠানের ২য় পর্বে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আহসান উল­াহ। 
আযম খান সরকারি কমার্স কলেজ ঃ আযম খান সরকারি কমার্স কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উলে­খযোগ্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, জুলাই আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও   দোয়া মাহফিল। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, প্রফেসর মোসাম্মৎ শাহানাজ বেগম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আবুল ফজল, প্রফেসর সাইফুল ইসলাম, ড. মোঃ নূর আলম ও মোঃ হুমায়ুন কবির। 
অনুষ্ঠানে ৪ জন জুলাই আহত যোদ্ধা  নাজমুস সাহাদাত, মোঃ ইসমাঈল চৌধুরী টুটুল, শেখ রাফসান জানী ও মোঃ মিরাজুল ইসলাম ইমন এবং ৪ জন জুলাই যোদ্ধা শেখ শামসাদ হোসেন আবিদ, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ তারেক রহমান ও আব্দুল­াহ মোঃ তাহেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 
জেএসডি : ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা ও নগর শাখা জাতীয় পতাকা মিছিলের আয়োজন করে। মিছিলকারীরা গণতন্ত্রকে সুসংহত করতে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য কামনা করেন। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তন থেকে শুরু হওয়া র‌্যালিটি জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এখান সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মোঃ লোকমান হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলপি গাইন, মুনির হোসেন, মোঃ মাহতাব উদ্দিন কুদ্দুস, আবু বক্কর ছিদ্দিক ও আরিফুজ্জামান মন্টু। 
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড : সিইউসির পক্ষ থেক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 
সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা কর্তৃক পরিচালিত সিইউসি স্কুলের পক্ষ থেকে মঙ্গলবার সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজের সভাপতিত্বে শিক্ষক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায়  শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই বিপ্লব নিয়ে আলোচনা, শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি ছিলেন সিইউসি সভাপতি মোঃ শাহিন হোসেন। মূল আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম। অনুষ্ঠানের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোঃ সাজিদুর রহমান। 
ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর : মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে খুলনা পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে জুলাই বীর শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার। 
আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, বনী আমিন, মোস্তফা আল গালীব, হাবিবুল­াহ মিসবাহ, আতিক হাসান, মুহাম্মাদ শাহরিয়ার তাজ, মুহাম্মাদ আমিনুর ইসলাম, শেখ শাহরিয়ার নাফিস, সাব্বির আহমাদ, আল মামুন রাফি প্রমুখ নেতৃবৃন্দ।
মহানগর পূজা পরিষদ : খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল শহিদদের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় এক প্রার্থনা সভা মঙ্গলবার বিকেল ৫টায় শ্রীশ্রী কালীবাড়ি কয়লাঘাট মন্দিরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক তারক চাঁদ ঢালী, উজ্জ্বল ব্যনার্জী,ডে. বিজন কৃষ্ণ মন্ডল, ভবেশ সাহা, সুজিত মজুমদার, দেবদাস মন্ডল দেবু, অলোক দে, রবীন দাস, বাবু শীল, ভোলানাথ দত্ত, অভিজিত দাস লবি, দীপক কুমার দত্ত, শান্ত বৈকুণ্ঠ দাস, বৈষ্ণব বলরাম দাস, শ্রীমন্ত চক্রবর্তী, রাজ কুমার হেলা, অশোক ঘোষ, দুলাল সরকার, পরিমল রায়, রবীন্দ্রনাথ সরকার, দিলীপ দেবনাথ, পরমেংশু সরদার, সঞ্জিত শীল, শুভাগত দত্ত শুভ, রাজ কুমার শীল, মনোজ দাস, পরিতোষ সরকার, তাপু রায়, সঞ্জিত রায়, অসীম দাস, কৃষ্ণহোড, স্বপ্ন রায়, আকাশ দাস, রিপন দাস, শুভ দে, শন্তু দে, আবীর ঘোষ, অপূর্ব বাগল, মনিষ রায় প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ