খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

১৩ মাস বেতন পান না আউট সোর্সিং কর্মচারীরা

কর্মবিরতিতে অচল খুলনার ৯ উপজেলার স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক |
০২:২৯ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


আউট সোর্সিং কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে খুলনার নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনরা। গতকাল বুধবার আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীরা খুলনায় এসে নগরীর শামসুর রহমান রোডস্থ সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান নিয়ে দফায় দফায় শ্লোগান ও বক্তৃতা দেন।
তাদের অভিযোগ, খুলনার সিভিল সার্জন গত ২৯ জুলাই এক চিঠিতে আউট সোর্সিং কর্মচারীদের চাকুরি নেই বিধায় তাদের বেতন দিতে তিনি দায়বদ্ধ নন বলে জানান। খুলনা সদর ও নয়টি উপজেলায় ২১৪ জন কর্মচারী ১৩ মাস যাবত বিনা বেতনে চাকুরি করছেন। তারা নিরলসভাবে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ড, রান্নাঘরসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। তারা যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন, তার স্বপক্ষে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা প্রত্যয়নপত্র দিয়েছেন।
বক্তারা বলেন, তাদের মেয়াদ বৃদ্ধির চিঠি করার কথা অর্থবছরের শুরুতে জুলাই আগস্ট মাসে। কিন্তু হিসাবরক্ষক মাহফুজ সেই চিঠি আটকে রেখে, অর্থবছরের শেষে জুন মাসে ঠিকাদারদের ডেকে টাকা দাবি করেন। তিনি অন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে মোটা অংকের টাকার লেনদেনের মাধ্যমে তাদেরকে কাজ দেয়ার পাঁয়তারা করছে। সিভিল সার্জনের সাথে ঠিকাদারের করা চুক্তিপত্রে রয়েছে, পরবর্তী ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত পুরনো কর্মচারীরা কাজ করবে।
সমাবেশ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো-বকেয়া ১৩ মাসের বেতন দ্রুত প্রদান করতে হবে, তাদেরকে চাকুরিতে বহাল রাখতে হবে এবং দুর্নীতিবাজ হিসাবরক্ষক মাহফুজকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে স্থায়ীভাবে অপসারণ করতে হবে।
কর্মসূচিতে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে কর্মরত ওয়ার্ড বয় আল আমিন, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আয়া তপু মলি­¬ক, কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় মাহবুবুর রহমান, রানা বিশ্বাস ও গৌতম বিশ্বাস।
খুলনার সিভিল সার্জন ডাঃ মাহফুজা খানম বলেন, আউটসোর্সিং কর্মচারীরাথানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কর্মরত ছিলেন। তাদের বেতন চাওয়াটা নায্য। বিষয়টি আমি মন্ত্রণালয়ে অবহিত করেছি।
এদিকে, দুপুরে আন্দোলনরত আউটসোসিং কর্মচারিদেরকে দপ্তরে ডাকেন সিভিল সার্জন। বলেন, ২৫-২৬ অর্থ বছরের টেন্ডার না হওয়ার পর্যন্ত তাদের বেতনের দায়-দায়িত্ব আমি নেবো না। যদি টেন্ডার হয়, ২৪-২৫ অর্থ বছরের যারা কাজ করেছে তারাই যাতে কাজ পায় সেজন্য সুপারিশ করবো।
খুলনা সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক মাহফুজুর রহমান বলেন, যে অভিযোগ উঠেছে তা সত্য না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
 

্রিন্ট

আরও সংবদ