খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে

বাগেরহাটে সম্মিলিত পেশাজীবি পরিষদের জরুরি সভা, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:২৯ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদে এবার জরুরি সভা করেছে সম্মিলিত পেশাজীবি পরিষদ। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগেরহাট সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্য সচিব শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যান সমিতি, বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের তীব্র নিন্দা জানানো হয়। চারটি আসন বহাল রাখার দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষনা দেন। যদি নির্বাচন কমিশন এই প্রস্তাব থেকে ফিরে না আসেন, তাহলে রবিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন পেশাজীবিরা।
বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এড. মোশাররফ হোসেন মন্টু বলেন নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার যে প্রস্তাব দিয়েছে, এর বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব। আগামীকাল আমরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করব। এছাড়া বাগেরহাটের সকল দলের রাজনৈতিক নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিবাদ করে আসছে। নির্বাচন কমিশন যদি তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে রবিবার থেকে বাগেরহাটে লাগাতার আন্দোলন করা হবে বলে জানান এই আইনজীবি।
উলে­খ, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুসে ওঠে। এরপর থেকে একের পর এক আন্দোলন করে যাচ্ছে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও পেশাজীবিগণ।

্রিন্ট

আরও সংবদ