খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে বাঁচাতে ভুয়া দরখাস্ত দাখিলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:৩০ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের নানা দুর্নীতির অভিযোগ তুলে মন্ত্রীপরিষদ সচিব বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন মেসার্স নওশিন এন্টারপ্রাইজসহ বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা প্রশাসককে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রীপরিষদ থেকে জানানো হয়। তবে এ অভিযোগ মিথ্যা প্রমাণিত করার জন্য মেসার্স নওশিন এন্টারপ্রাইজের নামে পাল্টা একটি দরখাস্ত দাখিল করা হয়েছে। যা সম্পূূর্ণ ভুয়া বলে দাবি করছেন উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ সোহেল। তিনি বলেন, “পূর্বে দাখিলকৃত অভিযোগপত্রের বিষয়ে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা” এমন বিষয় উলে­খ করে আমার নাম ব্যবহার করে একটি মিথ্যা দরখাস্ত দাখিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এমন কোনো দরখাস্ত মন্ত্রণালয়ে পাঠায়নি। এছাড়া সেখানে আমার স্বাক্ষর নকল করা হয়েছে। যা সম্পূর্ণ আইন বিরোধী। আমি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছি তা সম্পূর্ণ সত্যি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
 

্রিন্ট

আরও সংবদ