খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

কেসিসিতে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের সমন্বয় সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এক সমন্বয় সভা কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে নগর ভবনের বুধবার শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় কর্মসূচির চলমান কার্যক্রম, অগ্রগতি অর্জন, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পারিক সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবার ও পরিবারের শিশু, এতিম, প্রতিবন্ধি, বিধবা, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক কৃষক, কিশোর/কিশোরী, যুবক/যুবতী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং নারীরা উপকৃত হবে বলে সভায় জানানো হয় এবং জনহিতকর এ কর্মসূচির সফল বাস্তবায়নে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। 
সভার সভাপতি কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নগরবাসীর জন্য কল্যাণকর সকল কাজে কেসিসি’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থাকে আশ^স্ত করেন। 
উলে­খ্য, ওয়ার্ল্ড ভিশন ২০২৪ সাল থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে ‘খুলনা শহর এরিয়া কর্মসূচি’ বাস্তবায়ন করছে। ক্ষুধামুক্তি, অপুষ্টি দূরীকরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ দূরীকরণ, প্লাস্টিক দূষণ হ্রাসকরণ এবং ন্যূনতম কার্বন নি:সারণে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে অংশদারিত্বের মাধ্যমে কাজ করছে। 
খুলনা শহরকে একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শহর হিসাবে গড়ে তুলে শিশুদের জন্য একটি অনুক‚ল পরিবেশ তৈরি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর বিনির্মাণ, যুবকদের সামঞ্জস্যপূর্ণ আয় এবং উন্নত ও সার্থক জীবন উপভোগ করার সুযোগ সৃষ্টি, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত এবং শিশুবান্ধব পরিবেশে ভালো নাগরিক হিসেবে বেড়ে ওঠার সুযোগ তৈরি, প্রতিটি পরিবারে যথেষ্ট পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজিত এবং স্থায়িত্বশীল পরিবেশে বসবাসের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্যে। 
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলী সরকার। 

্রিন্ট

আরও সংবদ